সৈরাচার মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার: পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সৈরাচার মুক্ত বাংলাদেশেও জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার।”
তিনি প্রশ্ন তোলেন, “আয়নাঘরসহ বিভিন্ন নির্যাতনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার আমলে দেওয়া মিথ্যা মামলার কথিত রায়ে অনেকেই মুক্তি পেলেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কেন এখনো কারাবন্দি?”
আজ (১৮ ফেব্রুয়ারি) বিকালে খুলনার হাদিস পার্কে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে অধ্যাপক পরওয়ার এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে লড়াই করবো, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, “২০১০ সালের ৩০ জুনের পর খুলনায় এটিই জামায়াতের প্রথম প্রকাশ্য সমাবেশ। ৫ আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কেন এখনো কারাগারে আছেন?”
তিনি বর্তমান রাষ্ট্রপতিকে “ফ্যাসিবাদের প্রতীক” আখ্যা দিয়ে বলেন, “নির্বাহী আদেশের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের সাজা মওকুফের সুযোগ রয়েছে। অবিলম্বে সে সুযোগ কাজে লাগিয়ে তাকে মুক্তি দিন।”
সমাবেশের সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম, মহানগর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গাউছুল আজম হাদী, ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা উত্তর সভাপতি আবু ইউসুফ ফকির, খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবুজার আল গিফারী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড় হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
তবে শেষ মুহূর্তে শিববাড়ি মোড়ে রেলওয়ে এলাকার ভেতর থেকে মিছিলের শেষ অংশে একটি ককটেল নিক্ষেপ করা হয়, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গোটা এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।