সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুরে ১২ দিন চিকিৎসা শেষে আগামী শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
নুর সিঙ্গাপুরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল উপস্থিত ছিলেন। নুর গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন। পরে দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হয়।















