রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে আপত্তিকর অবস্থায় রাবি ও ঢাবি শিক্ষার্থী আটক
রাজশাহী মহানগরীতে অবস্থিত একটি ছাত্রীনিবাস থেকে ‘আপত্তিকর অবস্থায়’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৫ অক্টোবর) রাত দেড়টার দিকে মতিহার থানার কাজলা কেডি ক্লাব সংলগ্ন তন্নী ছাত্রীনিবাসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার দিন রাতের অন্ধকারে ছাত্রীনিবাসে তাদের একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাবির ইতিহাস বিভাগের এক ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় এবং রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জিম্মায় রেখে জুলাই-৩৬ হলে পাঠানো হয়।
পরে রবিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের পক্ষ থেকে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়। তারা উপস্থিত হয়ে মুচলেকা দেন যে, দুই শিক্ষার্থীর সম্পর্ক পারিবারিকভাবে বিয়েতে পরিণত করা হবে। এরপর উভয় পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, “উভয় পরিবারের সদস্যরা লিখিতভাবে জানিয়েছেন, তারা সম্পর্কটির দায়িত্ব নেবেন এবং বিয়ে সম্পন্ন করবেন। সেই ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মুক্তি দিয়েছে।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক জানান, “দুই পক্ষের সম্মতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশে মুচলেকার ভিত্তিতে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।”
ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেক শিক্ষার্থী এটিকে “ব্যক্তিগত বিষয়” বলে অভিহিত করলেও, স্থানীয়দের একাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামের বিষয়টি মাথায় রেখে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন।











