মিথিলার স্বামীর সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন, কী ঘটছে টালিউডে?
টালিউডের আলোচিত পরিচালক ও অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কয়েকটি ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন প্রেমের গুঞ্জনে সরগরম বিনোদনপাড়া।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে গিয়ে পূজামণ্ডপ থেকে একাধিক ছবি শেয়ার করেন সৃজিত। সেই ছবিতে দেখা যায়, ম্যাচিং নীল পাঞ্জাবি ও শাড়িতে সেজে সুস্মিতার সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, কিছু ছবিতে দেখা যায়, সৃজিত নিজ হাতে সুস্মিতার ছবি তুলছেন।
এই দৃশ্য দেখে নেটিজেনদের প্রশ্ন-এ কি শুধুই পূজার আনন্দ, নাকি সম্পর্কের নতুন ঘোষণা? যদিও দুজনেই প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন এবং গুজব ছড়ানোয় কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা থামছে না।
প্রশ্ন আরও জোরালো হয়েছে কারণ, তারা সিনেমার প্রিমিয়ার হোক বা পূজার উদ্বোধন-প্রায় সর্বত্র একসঙ্গে উপস্থিত হচ্ছেন। কখনও মিলেমিশে সাজছেন, কখনও পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন। এই ঘনিষ্ঠতা দেখে অনেকেই মনে করছেন, বন্ধুত্বের চেয়ে সম্পর্কটি আরও গভীর।
যদিও এখনো পর্যন্ত কেউ প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি, তবুও নেটিজেনরা বলছেন, ধোঁয়াশার আড়ালে নতুন এক সম্পর্কের সূচনা হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে।

















