মাধবপুরে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ
মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা শ্রী উমেশচন্দ্র দেবনাথের পুকুর জমি দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৫০ বছর ধরে চাষ করে আসা এই জমি তিনি তিন বছরের জন্য কাগজে লিখিতভাবে বন্ধক দেন পাশের গ্রামের কুয়েল মিয়া ও মো. হেলাল মিয়ার কাছে।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় শেষ হলেও তারা জমি ফেরত না দিয়ে হুমকি ও মারপিটসহ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালায়। নিরুপায় হয়ে শ্রী উমেশচন্দ্র দেবনাথ থানায় অভিযোগ দাখিল করেন। তার ছেলে ও স্ত্রী জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচারের প্রত্যাশায় থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় প্রশাসনের কাছে সংখ্যালঘু পরিবারের সুরক্ষা ও সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ট্যাগস :