প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করলো সুদানের সেনাবাহিনী
রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করেছে সুদানের সেনাবাহিনী। এই ঘটনার পর সেনাবাহিনী ও এর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
গত বছরের সেপ্টেম্বরে সুদানের আধাসামরিক বাহিনী র্যা পিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিদ্রোহের পর পাল্টা আক্রমণ শুরু করে সেনাবাহিনী। এখন প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধারকে সেনাবাহিনীর প্রতীকী জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সেনাবাহিনী বর্তমানে প্যালেসের চারপাশে আরএসএফ সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে। তবে, খার্তুমের বিভিন্ন এলাকায় এখনো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে, বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে চলমান এই সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে। তীব্র এই সংকটের ফলে বেশ কয়েকটি এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
এদিকে, সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। বিশেষ করে আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা হয়েছে, যদিও উভয় পক্ষই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 2023 সালের এপ্রিলে আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশিরভাগ অংশ দখল করে নেয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এক এলাকা পুনর্দখল করেছে।

















