পীরগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৪০০ জনের নামে মামলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লবসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি পীরগঞ্জ থানায় গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দায়ের করেন এনামুল হক নামের একজন ছাত্র আন্দোলনের কর্মী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হকসহ তার সহযোগী ৩০০ থেকে ৪০০ জন নেতা-কর্মী হামলা চালান।
এ হামলায় বেশ কিছু ছাত্র-জনতাকে মারপিট করা হয়, যারা রক্তাক্ত হন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে। ঘটনার সময় এনামুল হকও হামলার শিকার হন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, “থানায় হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এ ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।