“পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়: বিএনপি নেতা কলিমউদ্দিন মিলন”
বাংলাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের ছাতক পৌর শহরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ছাতক পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করা হয়। শোডাউনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিম উদ্দিন মিলন।
সমাবেশে তিনি বলেন, “আজ ছাতক ও দোয়ারাবাজারের প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায় বিএনপির ৩১ দফার দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে আমরা ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, সুনামগঞ্জ-৫ আসনসহ জেলার সবগুলো আসনেই ধানের শীষ বিজয়ী হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সঙ্গে পিআর পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা মনে করি, এই পদ্ধতি দেশে কার্যকর নয়।”
দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক বড় দল। অনেক প্রার্থী থাকবেন, এটাই স্বাভাবিক। তবে হাইকমান্ড গভীরভাবে বিশ্লেষণ করছে, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”















