খুলনার ডুমুরিয়ায় ভেটেরিনারি সার্জন আবু সাঈদ সুমনকে ফুলেল শুভেচ্ছা
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নতুন ভেটেরিনারি সার্জন হিসেবে আবু সাঈদ সুমন যোগদান করেছেন। তিনি ৪৩তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর যোগদানের মাধ্যমে ডুমুরিয়ার প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সেবার মান আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
২১ জানুয়ারি দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন ভেটেরিনারি সার্জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবীর। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি পরিচিত হন।
এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উপসহকারী চঞ্চল কুমার,আমজাদ হোসেন ভিএফ এ,মফিজুল ইসলাম, ভিএফএ বৃন্দাবন কবিরাজ,এফ এ এ/আই আশরাফুল আলম,কম্পাউন্ডার,ম্যাগি মল্লিক,সাজ্জাদুল ইসলাম, ড্রাইভার মো: আলামিন,ড্রেসার প্রমুখ।
আবু সাঈদ সুমন তাঁর নতুন দায়িত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর যোগদান ডুমুরিয়া উপজেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডুমুরিয়ার প্রাণিসম্পদ সেবা ও কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে এবং কৃষি ও পশুপালনখাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।











