খুলনায় ফুটপাত দখলমুক্ত অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুইজনকে জরিমানা
নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। অবৈধ দোকান, স্থাপনা ও বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই ব্যক্তিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনটি দিন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান। এ সময় কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপাত দখল করে জুতা ও স্যান্ডেল বিক্রির অভিযোগে মোঃ কালামকে ৫,০০০ টাকা, জোবায়ের রহমানকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং তাদের দোকান সরিয়ে নেওয়া হয়।
অভিযানের আওতায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে অবৈধ স্থাপনা সরানো হয়। এর মধ্যে রয়েছে-কেডি ঘোষ রোড, ডাকবাংলা বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউজ রোড, শেরে বাংলা রোড, নিরালা এলাকার বিভিন্ন সড়ক সংলগ্ন ফুটপাত।
এসব এলাকা থেকে দোকানপাট, অবৈধ টিনের ঘর, বিলবোর্ড এবং ব্যবসার মালামাল অপসারণ করা হয়।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, “জনগণের চলাচলের পথ রক্ষা এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”











