খুলনায় যুবলীগ নেতা হোয়াইট গ্রেফতার
খুলনা মহানগরীর ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দীর্ঘ পাঁচ মাসের আত্মগোপনের পর শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর ইসলাম। গ্রেফতার হওয়া ইয়াসির আরাফাত হোয়াইট খুলনার নতুন হাউজিং এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে।
ওসি তৈয়বুর ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কাজী ইয়াসির আরাফাত হোয়াইট আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে খুলনার বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ মোট ৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৫ জানুয়ারি) গ্রেফতারকৃত ইয়াসির আরাফাতকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া যুবলীগ নেতা হোয়াইটের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা এবং ভাঙচুরের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সক্রিয় ছিল। শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি আটক হন।
এ ঘটনায় খুলনা মহানগরীতে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।