চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যাওয়ার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলির আঘাতে হাবিল গুরুতর আহত হন। তার পরিবার জানায়, তিনি কোনো ধরনের চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না।
আহত কৃষক হাবিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, শনিবার ভোররাতে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি চালায়। তবে আহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।