হরিপুর উপজেলায় গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
অদ্য ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের সমন্বয়ে গ্রাম আদালতের অগ্রগতি ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।
সভায় উপজেলা সমন্বয়কারী, হরিপুর, ঠাকুরগাঁও জনাব দেবেন্দ্র নাথ টপ্য ফেব্রুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি উপজেলা সমন্বয়কারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গ্রাম আদালত সক্রিয়করণে ভূমিকা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা গ্রাম আদালতের মামলা বৃদ্ধি, প্রচার কার্যক্রম, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে গ্রাম আদালতের ম্যাসেজ প্রদান, মাসিক ইউনিয়ন পরিষদ সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করার প্রস্তাবনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান বলেন, “গ্রাম আদালত একটি আইনি প্রতিষ্ঠান যেখানে মামলার ফি, আবেদনপত্র পূরণসহ নথি লেখার ক্ষেত্রে সহযোগিতা করা হয়। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের তথ্য সংবলিত একটি ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হবে। বিধিমালা অনুযায়ী মনোনীত সদস্যদের সমন্বয়ে গ্রাম আদালত গঠন ও বিচারকার্য পরিচালিত হবে। যেসব ইউনিয়ন পরিষদে এজলাস রয়েছে, সেখানে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।”
সভায় তিনি আরও বলেন, মামলার সংখ্যা বৃদ্ধির জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।