স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ
সড়ক দুর্ঘটনায় ১৩ বছরের স্কুলছাত্রের মৃত্যু, পাশে মাছ লুটতে ব্যস্ত মানুষ

ভারতের বিহারের সীতামড়ি জেলায় এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তিনি কোচিং ক্লাসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে একটি দ্রুতগামী পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। রিতেশ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার সময় পিকআপ ট্রাকে থাকা অনেক মাছ রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন দুর্ঘটনার দিকে নজর না দিয়ে মাছ লুট করতে শুরু করেন। কেউ রিতেশকে সাহায্য করতে বা অ্যাম্বুল্যান্স ডাকতে যায়নি।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রিতেশের লাশ উদ্ধার করে মরদেহ পরীক্ষা জন্য পাঠায় এবং দুর্ঘটনাকারী পিকআপ ট্রাক বাজেয়াপ্ত করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার শোকে ভুগছেন। স্থানীয়রা এই অমানবিক আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

























