ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব

শিক্ষার্থীদের ঐক্য ও দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: চেকপোস্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের ঐক্য ধরে রেখে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গককাল, ১৮ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান একটি নতুন যাত্রার সূচনা, যেখানে শিক্ষার্থীরা নতুন পথের দিকে পা বাড়ায়। এটি ভবিষ্যৎ পেশাগত জীবনে প্রবেশের ধাপ, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশ করছে।”

প্রফেসর ড. রেজাউল করিম আরও বলেন, শিক্ষার্থীদের কর্মের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি লাভ করে। তাই দেশ ও জাতির কল্যাণে তাদের নিয়োজিত হতে হবে। নিজেদের ঐক্য ধরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি শ্রেষ্ঠ সময়, যা সারা জীবন স্মৃতিরূপে অম্লান থাকবে। ২০তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনে এদেশের সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আয়োজক কমিটির সভাপতি আয়মান আহাদের সভাপতিত্বে সাপ্তাহিক সভা সঞ্চালনা করেন আলম হাসান ও হিমানি দে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাজ্জাদুল ইসলাম আজাদ, আফরোজা খাতুন নীলা ও এস এম শাহেদ।

আলোচনা সভার পর, প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আগামীকাল, ১৯ ফেব্রুয়ারি, শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও শেষ দিনে মুক্তমঞ্চে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড “নগর বাউল জেমস” ছাড়াও “মেঘদল” এবং “ক্রিপটিক ফেইট” পারফর্ম করবে।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব

শিক্ষার্থীদের ঐক্য ও দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান

আপডেট সময় ১২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের ঐক্য ধরে রেখে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গককাল, ১৮ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান একটি নতুন যাত্রার সূচনা, যেখানে শিক্ষার্থীরা নতুন পথের দিকে পা বাড়ায়। এটি ভবিষ্যৎ পেশাগত জীবনে প্রবেশের ধাপ, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশ করছে।”

প্রফেসর ড. রেজাউল করিম আরও বলেন, শিক্ষার্থীদের কর্মের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি লাভ করে। তাই দেশ ও জাতির কল্যাণে তাদের নিয়োজিত হতে হবে। নিজেদের ঐক্য ধরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি শ্রেষ্ঠ সময়, যা সারা জীবন স্মৃতিরূপে অম্লান থাকবে। ২০তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনে এদেশের সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আয়োজক কমিটির সভাপতি আয়মান আহাদের সভাপতিত্বে সাপ্তাহিক সভা সঞ্চালনা করেন আলম হাসান ও হিমানি দে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাজ্জাদুল ইসলাম আজাদ, আফরোজা খাতুন নীলা ও এস এম শাহেদ।

আলোচনা সভার পর, প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আগামীকাল, ১৯ ফেব্রুয়ারি, শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও শেষ দিনে মুক্তমঞ্চে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড “নগর বাউল জেমস” ছাড়াও “মেঘদল” এবং “ক্রিপটিক ফেইট” পারফর্ম করবে।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464