ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজন ৪২ বছর বয়সী আশরাফুল ইসলাম এবং অন্যজন ৩০ বছর বয়সী নাজমুল হক, তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম এবং নাজমুল হক রাজশাহীর দিকে যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং মামলাও দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
৫০৫ বার পড়া হয়েছে

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজন ৪২ বছর বয়সী আশরাফুল ইসলাম এবং অন্যজন ৩০ বছর বয়সী নাজমুল হক, তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম এবং নাজমুল হক রাজশাহীর দিকে যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং মামলাও দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।