ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

চেকপোস্ট ডেস্ক::

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে সম্প্রতি নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সব ঠিক থাকলে ওই কূপ থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার (৪ নভেম্বর) সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৭ নম্বর কূপ থেকে আজ নতুন করে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে।

জানা গেছে, আজ দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।

তাদের দেওয়া তথ্যমতে, ১৯৮৬ সালে জৈন্তাপুরের হরিপুর সিলেট-৭ নম্বর কূপে তেল উত্তোলন শুরু হয়। যা চলে ১৯৯৪ সাল পর্যন্ত। এরপর ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। এবার পুরোনো কূপে দুটি লেয়ারে গ্যাসের সন্ধান মেলে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট থেকে এখন পর্যন্ত জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে আসছিল। আজ থেকে তা আরও বাড়ছে।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক গণমাধ্যমকে বলেন, সিলেটের হরিপুর ৭নং কূপ সংস্কার করতে গিয়ে দুই স্তরে গ্যাসের সন্ধান মেলে। সর্বশেষ গত ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। যা আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
৫০৬ বার পড়া হয়েছে

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় ০৩:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে সম্প্রতি নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সব ঠিক থাকলে ওই কূপ থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার (৪ নভেম্বর) সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৭ নম্বর কূপ থেকে আজ নতুন করে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে।

জানা গেছে, আজ দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।

তাদের দেওয়া তথ্যমতে, ১৯৮৬ সালে জৈন্তাপুরের হরিপুর সিলেট-৭ নম্বর কূপে তেল উত্তোলন শুরু হয়। যা চলে ১৯৯৪ সাল পর্যন্ত। এরপর ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। এবার পুরোনো কূপে দুটি লেয়ারে গ্যাসের সন্ধান মেলে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট থেকে এখন পর্যন্ত জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে আসছিল। আজ থেকে তা আরও বাড়ছে।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক গণমাধ্যমকে বলেন, সিলেটের হরিপুর ৭নং কূপ সংস্কার করতে গিয়ে দুই স্তরে গ্যাসের সন্ধান মেলে। সর্বশেষ গত ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। যা আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।