লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদন সার ও বীজ বিতরণে উদ্বোধন
লাখাইয়ে উপজেলার ৭ হাজার ১১০ জন কৃষকের মাঝে প্রনোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসাইন , বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক বৃন্দ। ২০২৪- ২৫ অর্থ বছরে সাম্প্রতিক বন্যায় অতিবৃষ্টি পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ও রবি মৌসুমে বোরোধান সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ,১০ কেজি করে মিউরেট অব পটাশ( এমওপি) সার,১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।
কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাই উপজেলা খাদ্যে উদ্বৃত্তের উপজেলা এবং কৃষককূল নিরলসভাবে কাজ করে এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন। ধানের পাশাপাশি রবিশস্য উৎপাদনেও এ উপজেলার অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষা সহ বিভিন্ন ধরনের তেলবীজ উৎপাদন বৃদ্ধি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এতে আমরা আরো স্বাবলম্বী হওয়ার আশা করছি। বিনামূল্যে বীজ সার বিতরণ এর মাধ্যমে পাওয়া উপকরণ এর সর্বোচ্চ নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।