বাগেরহাট মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষানীর বসতঘর পুড়ে ছাই, গ্রেফতার ১
বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামে দুর্বৃত্তদের আগুনে কৃষানী রেনু বেগমের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটেছে এই ঘটনা। এতে তার ঘরে থাকা মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী রেনু বেগম অভিযোগ করেন, “পড়নের কাপড় টুকু ছাড়া আর কিছু নেই। বৃদ্ধ মা, প্রতিবন্ধি ছেলে এবং স্কুল পড়–য়া মেয়ের বইও পুড়ে গেছে। এভাবে শত্রুতা করা কে অনুমোদন করতে পারে?” তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
প্রতিবেশি মোশারেফ শেখের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ পাওয়ার পর মোরেলগঞ্জ থানা মোশারেফ শেখকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
মোরেলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো. মতলুবর রহমান জানান, চিংড়াখালীতে বসতঘরে আগুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।
মোশারেফ শেখের মেয়ে লিজা বেগম অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, “রাতেই আমরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছি। পিতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।”