জমি বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এসিল্যান্ডকে ঘিরে বিতর্ক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে এসিল্যান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালেন দিঘীপাড়া মহল্লার প্রভাষক কৃষ্ণপদ দেবনাথ।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পিতা ১৯৫৬ সালে ক্ষেতলাল মৌজায় ২১ শতক জমি ক্রয় করেন। এখন পর্যন্ত সরকারি গেজেটভুক্ত সব কাগজপত্র তাদের পরিবারের নামে রয়েছে। একই গ্রামের রণজিৎ চন্দ্র দেবনাথ জোরপূর্বক ওই জমিতে প্রবেশের চেষ্টা করলে তিনি আদালতে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা দু’দফা তদন্ত চালিয়ে কৃষ্ণপদ দেবনাথের পক্ষে প্রতিবেদন দেন। এতে অসন্তুষ্ট হয়ে প্রতিপক্ষ রণজিৎ দেবনাথ এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এবং ইউটিউবে অপপ্রচার চালান বলে দাবি করেন কৃষ্ণপদ দেবনাথ। তিনি অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
অন্যদিকে, রণজিৎ চন্দ্র দেবনাথ দাবি করেন, এসিল্যান্ড তদন্তকালে নিরপেক্ষ তথ্য সংগ্রহ করেননি। বরং স্থানীয়ভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধেই প্রতিবেদন দিয়েছেন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত উৎকোচের বিনিময়ে আদালতে একতরফা প্রতিবেদন দাখিল করা হয়েছে।
ফলে জমি বিরোধ ঘিরে ক্ষেতলালে একপক্ষ ও অপরপক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।