উৎসবমুখর পরিবেশে রামপাল উপজেলা বিএনপি’র ভোটগ্রহণ শুরু
দীর্ঘ দুই যুগ পর বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আজ (২৬ আগস্ট) মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা সরাসরি ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশের মতো রামপাল উপজেলাতেও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হচ্ছেন। উপজেলার ১০ ইউনিয়নের মোট ৭১০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রার্থীরা গত এক সপ্তাহ ধরে ব্যাপক প্রচারণা চালান। মঙ্গলবার শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সভাপতি পদে বর্তমান আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন (ছাতা প্রতীক), সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী (চেয়ার প্রতীক), সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম (আনারস প্রতীক), যুগ্ম আহবায়ক শেখ আলতাফ হোসেন বাবু (মোটরসাইকেল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কামাল (টিউবওয়েল প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোতাহার আলী (তালা প্রতীক), মো. মাসুদুর রহমান পিয়াল (হরিণ প্রতীক), মো. জাহিদুর রহমান টুটুল (মাছ প্রতীক), মো. আল আমিন হাওলাদার (গোলাপ প্রতীক), স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মো. আবু বকর সিদ্দিক (বই প্রতীক)। সব প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
দলীয় কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম.এ সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।