৫ সাংবাদিককে ‘হত্যার পরিকল্পনা’, নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস
গাজীপুরের স্টাইলে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করে তাদের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধে। গোয়েন্দা তৎপরতায় গ্রুপের ওই পরিকল্পনা ফাঁস হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান জানান, ‘একতাই শক্তি’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিকল্পনা করা হয়েছে পাঁচ সাংবাদিকের ওপর হামলা চালানোর। টার্গেট হয়েছেন শাহাদাত হোসেন ছাড়াও যমুনা টিভির আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের আরিফ আজম, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন।
গ্রুপের সদস্যরা গাজীপুরের মতো ‘ট্রায়ালটারের’ সুযোগ নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে রাতে হামলা এবং সাংবাদিকদের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটানোর কথাও উল্লেখ রয়েছে। গ্রুপের মূল সদস্যরা জেলা ও পৌর ছাত্রলীগের নিষিদ্ধ নেতারা।
ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহীম বলেন, এ ধরনের পরিকল্পনা সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হুমকি-ধমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। অপরাধীদের শনাক্ত না করে আইনগত ব্যবস্থা নিতে হবে, নাহলে গণমাধ্যমের কর্মীরা বিপন্ন হবেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান, নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। গ্রুপের সদস্যদের অধিকাংশই বিভিন্ন মামলার পলাতক আসামি। সাইবার সেলের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।