ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে খুলনায় বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩) বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ এপ্রিল দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।

সভায় সভাপতির বক্তব্যে দেব প্রসাদ পাল বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিপণন, ব্যবহার এবং বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তিনি পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ধূমপান নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পার্কের একশ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি সকল পাবলিক প্লেস ও পরিবহনে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করার নির্দেশনা দেয়া হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনছুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অর্পনা বিশ্বাস, বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ হাসিবুল হক প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত কারণে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়। দেশে ৩০ বছর বা তার ঊর্ধ্ব বয়সীদের মধ্যে প্রায় ৭০ লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া, প্রায় ৬১ হাজার শিশু ঘরে পরোক্ষ ধূমপানের শিকার এবং ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ লাখ ৩৫ হাজার শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

আইন অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা, পুনরায় অপরাধ করলে দ্বিগুণ জরিমানা আদায় করা হবে। নিষিদ্ধ বিজ্ঞাপন প্রচার করলে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অটোমেটিক ভেন্ডিং মেশিন ব্যবহারের জন্যও একই শাস্তির বিধান রয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে খুলনায় বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩) বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ এপ্রিল দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।

সভায় সভাপতির বক্তব্যে দেব প্রসাদ পাল বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিপণন, ব্যবহার এবং বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তিনি পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ধূমপান নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পার্কের একশ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি সকল পাবলিক প্লেস ও পরিবহনে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করার নির্দেশনা দেয়া হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনছুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অর্পনা বিশ্বাস, বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ হাসিবুল হক প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত কারণে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়। দেশে ৩০ বছর বা তার ঊর্ধ্ব বয়সীদের মধ্যে প্রায় ৭০ লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া, প্রায় ৬১ হাজার শিশু ঘরে পরোক্ষ ধূমপানের শিকার এবং ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ লাখ ৩৫ হাজার শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

আইন অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা, পুনরায় অপরাধ করলে দ্বিগুণ জরিমানা আদায় করা হবে। নিষিদ্ধ বিজ্ঞাপন প্রচার করলে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অটোমেটিক ভেন্ডিং মেশিন ব্যবহারের জন্যও একই শাস্তির বিধান রয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।