ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে স্ক্যাবিস, চিকিৎসাকেন্দ্রে মিলছে ওষুধ

গোলাম কিবরিয়া, রাজশাহী::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস নামক একটি ছোঁয়াচে চর্মরোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

রোববার (২৭ এপ্রিল) তিনি জানান, “শত শত চর্ম রোগের মধ্যে স্ক্যাবিস সবচেয়ে ছোঁয়াচে। গত কয়েকদিন ধরে রাবি মেডিকেলে একের পর এক এই রোগে আক্রান্ত রোগী আসছে। আবাসিক হল ও মেসে ঘনিষ্ঠ বসবাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”

চিকিৎসক আরও বলেন, “স্ক্যাবিসের লক্ষণ হিসেবে আঙুলের ফাঁক, কব্জির সামনের অংশ, বগল, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় এবং রাতে তীব্র চুলকানি হয়। ক্লোজ কন্টাক্টে থাকা ব্যক্তি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।”

রোগীদের প্রতি সতর্কতা জারি করে ডা. মাশিহুল বলেন, “চিকিৎসাকেন্দ্রে অপেক্ষমাণ সবাইকে অনুরোধ করছি একটু দূরত্ব বজায় রেখে বসার জন্য। তা না হলে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে।”

তবে ইতিবাচক দিক হলো, রাবি মেডিকেল সেন্টারে এখন স্ক্যাবিসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ডা. মাশিহুল জানান, “প্রথম দিকে ওষুধের সংকট ছিল। বিষয়টি প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লীপিকে অবহিত করা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। শুক্র ও শনিবার ছুটির দিন হলেও, জরুরি ভিত্তিতে ওষুধ সংগ্রহ করে ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দেন।”

তিনি আরও বলেন, “আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার স্ক্যাবিসসহ অন্যান্য চর্মরোগের চিকিৎসাসেবা ও ওষুধ রাবি মেডিকেল সেন্টার থেকেই পাবে। এজন্য প্রধান চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।”

বিশেষজ্ঞরা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে স্ক্যাবিস, চিকিৎসাকেন্দ্রে মিলছে ওষুধ

আপডেট সময় ০৫:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস নামক একটি ছোঁয়াচে চর্মরোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

রোববার (২৭ এপ্রিল) তিনি জানান, “শত শত চর্ম রোগের মধ্যে স্ক্যাবিস সবচেয়ে ছোঁয়াচে। গত কয়েকদিন ধরে রাবি মেডিকেলে একের পর এক এই রোগে আক্রান্ত রোগী আসছে। আবাসিক হল ও মেসে ঘনিষ্ঠ বসবাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”

চিকিৎসক আরও বলেন, “স্ক্যাবিসের লক্ষণ হিসেবে আঙুলের ফাঁক, কব্জির সামনের অংশ, বগল, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় এবং রাতে তীব্র চুলকানি হয়। ক্লোজ কন্টাক্টে থাকা ব্যক্তি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।”

রোগীদের প্রতি সতর্কতা জারি করে ডা. মাশিহুল বলেন, “চিকিৎসাকেন্দ্রে অপেক্ষমাণ সবাইকে অনুরোধ করছি একটু দূরত্ব বজায় রেখে বসার জন্য। তা না হলে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে।”

তবে ইতিবাচক দিক হলো, রাবি মেডিকেল সেন্টারে এখন স্ক্যাবিসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ডা. মাশিহুল জানান, “প্রথম দিকে ওষুধের সংকট ছিল। বিষয়টি প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লীপিকে অবহিত করা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। শুক্র ও শনিবার ছুটির দিন হলেও, জরুরি ভিত্তিতে ওষুধ সংগ্রহ করে ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দেন।”

তিনি আরও বলেন, “আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার স্ক্যাবিসসহ অন্যান্য চর্মরোগের চিকিৎসাসেবা ও ওষুধ রাবি মেডিকেল সেন্টার থেকেই পাবে। এজন্য প্রধান চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।”

বিশেষজ্ঞরা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।