ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন বিনাকান্দি বিওপি ও চিনাউড়া বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, “আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধে বিজিবি তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।” তিনি আরও জানান, আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সীমান্তপথে অবৈধ পণ্যের চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবির নিয়মিত টহল ও অভিযান আরও কঠোর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৫৮৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ

আপডেট সময় ০৩:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন বিনাকান্দি বিওপি ও চিনাউড়া বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, “আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধে বিজিবি তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।” তিনি আরও জানান, আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সীমান্তপথে অবৈধ পণ্যের চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবির নিয়মিত টহল ও অভিযান আরও কঠোর করা হয়েছে।