ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সংগঠক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

রবিউল হোসন খান, খুলনা জেলা প্রতিনিধি::

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সংগঠনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির সময় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বয়রা আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—খুলনা সদর থানার বাগমারা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার আব্দুস সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি গেট খালবাড়ি এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন, এবং শেরেবাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।

পুলিশ জানায়, সাবেক পুলিশ ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়া পরিচালনা করে বলে গোপন সূত্রে খবর পায় অভিযুক্তরা। এরপর তারা বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় তারা।

চাঁদার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, “তারা নিজেদের কখনো ডিবি পুলিশ, কখনো ছাত্র সংগঠনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির বিষয়টি তারা স্বীকার করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫৩৮ বার পড়া হয়েছে

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সংগঠক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সংগঠনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির সময় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বয়রা আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—খুলনা সদর থানার বাগমারা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার আব্দুস সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি গেট খালবাড়ি এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন, এবং শেরেবাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।

পুলিশ জানায়, সাবেক পুলিশ ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়া পরিচালনা করে বলে গোপন সূত্রে খবর পায় অভিযুক্তরা। এরপর তারা বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় তারা।

চাঁদার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, “তারা নিজেদের কখনো ডিবি পুলিশ, কখনো ছাত্র সংগঠনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির বিষয়টি তারা স্বীকার করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।