রাজশাহীতে সাহেব বাজার বড় মসজিদের সামনে ইফতার বাজার
রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদের সামনে রাস্তার পাশে ছোট ছোট অনেক দোকান বসেছে। কেউ ইফতারি, কেউ কুশালের রস, ডাব, বিভিন্ন রকম ফল বিক্রি করছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে প্রতিটি জিনিসের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় সব শ্রেণির মানুষ কেনাকাটা করতে আসছে।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে পিয়াজি, সমুচা, সিঙ্গাড়া, বড়া, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, হালিম, চটপটি ও আরও অনেক কিছু। বড় হোটেলের তুলনায় কম দামে পাওয়া যায় বলে অনেকেই এখান থেকে ইফতার সামগ্রী কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এছাড়াও, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সবাই একসঙ্গে ইফতার করছে।
রমজান মাস উপলক্ষে এখানে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে ইফতার করছেন, যা সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ। এই পবিত্র রমজান মাস সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের এবং সকল ভুল-ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনার এক গুরুত্বপূর্ণ সুযোগ।