প্রবাসেও এক টুকরো বাংলাদেশ
হিজরি বছরের নবম মাস রমজান। এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা আত্মশুদ্ধি ও পুণ্য অর্জনের উদ্দেশ্যে রোজা পালন করেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার করেন।
রমজান এলেই সৌদি আরবে বাংলাদেশি অধ্যুষিত বাজারগুলো দেশীয় ঐতিহ্যের বাহারী ইফতার সামগ্রীতে ভরে ওঠে। মক্কা প্রদেশের ‘রাবেক’ অঞ্চলে কর্মরত এক বাংলাদেশি জানান, তার হোটেলে জিলাপি, সেমাই, পাকোড়া, বেগুনি, আলুর চপ, সমুচা, সিঙ্গারা, পেঁয়াজু, নুডুলসসহ প্রায় সব ধরনের দেশীয় ইফতার পাওয়া যাচ্ছে। শুধু বাংলাদেশিরাই নন, অন্য দেশের মানুষও বাংলাদেশি ইফতারের স্বাদে আকৃষ্ট হচ্ছেন।
এক সৌদি প্রবাসী জানান, প্রবাসে স্বজন ছেড়ে থাকার কষ্ট ভুলতে রোজার দিনে প্রবাসীরা দলবদ্ধভাবে ইফতার করেন। এতে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়। দেশের বাইরে থাকলেও প্রবাসে দেশীয় ইফতার দেখে মনে হয়, সত্যিই প্রবাসেও এক টুকরো বাংলাদেশ রয়েছে।