ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুর

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

ছবি: লুটপাট ও ভাংচুর

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে আধিপত্য ও খাস জমি দখল নিয়ে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) সকালে আওয়ামী লীগ নেতা আফজল মিয়া ও যুবদল নেতা জুবায়ের আহমেদ ডালিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আল আমিনের অনুসারী আফজল মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি দখল ও এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এবং মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

দুই দিন আগেই আফজল মিয়া গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্র ও ভাড়াটিয়া লোক সংগ্রহ করে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল মিয়া গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ডালিম গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে টিকতে না পেরে ডালিম গ্রুপের লোকজন পালিয়ে যায়। এরপর আফজল মিয়া গ্রুপের অনুসারীরা অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুর

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে আধিপত্য ও খাস জমি দখল নিয়ে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) সকালে আওয়ামী লীগ নেতা আফজল মিয়া ও যুবদল নেতা জুবায়ের আহমেদ ডালিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আল আমিনের অনুসারী আফজল মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি দখল ও এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এবং মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

দুই দিন আগেই আফজল মিয়া গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্র ও ভাড়াটিয়া লোক সংগ্রহ করে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল মিয়া গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ডালিম গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে টিকতে না পেরে ডালিম গ্রুপের লোকজন পালিয়ে যায়। এরপর আফজল মিয়া গ্রুপের অনুসারীরা অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464