চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নেতৃত্বে তরুণ রবিউল ইসলাম রবিন
দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১৩০৯/৮৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নগরীর বাকলিয়া থানাধীন আর.কে.এস কনভেনশন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তরুণ শ্রমিক নেতা মো. রবিউল ইসলাম রবিন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের শ্রমিক ভাইয়েরা নানা ধরনের দুর্ভোগ ও বৈষম্যের শিকার হয়েছেন। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। আমি সবসময় শ্রমিক ভাইদের দাবি আদায়ে সচেষ্ট থাকব এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। অতীতেও আমি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
সভাপতি মো. মনির হোসেন তার বক্তব্যে বলেন, “শ্রমিক ভাইয়েরা আমাকে যে আস্থার সাথে নির্বাচিত করেছেন, আমি তা যথাযথভাবে রক্ষা করব। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে তাদের সঙ্গে পরামর্শ করেই সংগঠন পরিচালনা করব।”
এ নির্বাচনে বিপুলসংখ্যক শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত কমিটি শ্রমিকদের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।