দিনাজপুর সরকারি মহিলা কলেজে পূর্ণ দিবস কর্মবিরতি পালন
প্রশাসন ক্যাডারের সাময়িক বরখাস্তসহ বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুর সরকারি মহিলা কলেজে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।
রবিবার (২ মার্চ ২০২৫) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সরকারি মহিলা কলেজ চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. তহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা।
অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, “প্রশাসন ক্যাডারের কারণে শিক্ষকদের সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। অথচ জাতি গঠনে শিক্ষকরাই মূল ভূমিকা রাখে। আমাদের প্রতি অবিচার বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর থেকেই শিক্ষক সমাজ নানা বৈষম্যের সম্মুখীন। শিক্ষাক্ষেত্রে আমাদের ভূমিকা সবচেয়ে বেশি, অথচ আমাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যবহার করা হলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের গুরুত্ব দেওয়া হয় না। আমরা আশা করি, সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করে আন্তঃক্যাডার বৈষম্য দূর করবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক (ইনসিটু) প্রফেসর মো. আবেদুর রহমান, সহযোগী অধ্যাপক মো. মানিক হোসেন, সহযোগী অধ্যাপক (সংযুক্ত) মো. জহরুল হক, সহকারী অধ্যাপক মো. তারকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (ইনসিটু) ড. মো. রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (ইনসিটু) মোসাঃ ফরিদা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক (ইনসিটু) দীনা ওয়াজিফা করিমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
কর্মসূচির শেষে বক্তারা শিক্ষক সমাজের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।