ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অভয়নগরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মোঃ এনামুল হক, অভয়নগর প্রতিনিধি::

যশোরের অভয়নগর উপজেলায় সেলো মেশিন চুরির অপবাদে অপমান ও মারধরের শিকার হয়ে স্বপ্ন রায় (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে আম গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপ্ন রায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামের সমর রায়ের ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন এবং চাকই বাজারে তার একটি ইলেকট্রনিক পণ্যের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্বপ্ন রায়কে তার বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে স্বপ্ন রায়কে সেলো মেশিন চুরির অভিযোগে কিছু স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেন। এর পরদিন সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান রিজভী জানান, হাসপাতালে আনার আগেই স্বপ্ন রায়ের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

অভয়নগরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

যশোরের অভয়নগর উপজেলায় সেলো মেশিন চুরির অপবাদে অপমান ও মারধরের শিকার হয়ে স্বপ্ন রায় (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে আম গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপ্ন রায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামের সমর রায়ের ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন এবং চাকই বাজারে তার একটি ইলেকট্রনিক পণ্যের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্বপ্ন রায়কে তার বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে স্বপ্ন রায়কে সেলো মেশিন চুরির অভিযোগে কিছু স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেন। এর পরদিন সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান রিজভী জানান, হাসপাতালে আনার আগেই স্বপ্ন রায়ের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464