ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে জেলা সুজনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ, লাখাই::

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো হবিগঞ্জেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সুজনের সিনিয়র সহসভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজনের সহসভাপতি আব্দুর রকিব, মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল, পইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা বেড়ে চলেছে। ‘অপারেশন ডেভিড হান্ট’ চলমান থাকলেও অরাজকতা নিয়ন্ত্রণে আসছে না।”

তারা আরও বলেন, “দেশে চলমান বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি চাই। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণমুখী ও আদর্শভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ তৈরি হয়েছে, তা হাতছাড়া করতে চাই না। এ কারণেই আজকের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।”

উপস্থিত বক্তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫৫৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জেলা সুজনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো হবিগঞ্জেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সুজনের সিনিয়র সহসভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজনের সহসভাপতি আব্দুর রকিব, মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল, পইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা বেড়ে চলেছে। ‘অপারেশন ডেভিড হান্ট’ চলমান থাকলেও অরাজকতা নিয়ন্ত্রণে আসছে না।”

তারা আরও বলেন, “দেশে চলমান বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি চাই। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণমুখী ও আদর্শভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ তৈরি হয়েছে, তা হাতছাড়া করতে চাই না। এ কারণেই আজকের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।”

উপস্থিত বক্তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464