ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

জাকিরুল ইসলাম,জামালপুর::

ছবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাস্ট) শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, নতুন আদেশের মাধ্যমে তা আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং হাউস টিউটরদের উপস্থিতিতে অনুষ্ঠিত দুটি জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইনের ৩৯ নম্বর ধারা অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী জানান, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, আগেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এবার আরও কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাস্ট) শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, নতুন আদেশের মাধ্যমে তা আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং হাউস টিউটরদের উপস্থিতিতে অনুষ্ঠিত দুটি জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইনের ৩৯ নম্বর ধারা অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী জানান, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, আগেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এবার আরও কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464