খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত
খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জামিরা বাজার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মানকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আহত সোলায়মান জামিরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা জনৈক জাহাজাহান মোল্লার ছেলে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সোলায়মান জামিরা বাজারে যান এবং কাজ শেষে রাত ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জামিরা বাজার কলেজ সংলগ্ন মধ্যপাড়ায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে শর্টগান দিয়ে গুলি চালায়। একটি গুলি তার কোমরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ওসি আরও জানান, আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।