ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার। সে ঝালোর চর বাজার এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া নদে টমেটো তুলতে গেলে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও মডেল থানায় জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ কামরুজ্জামান বলেন, শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। পরে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “দুপুরে শিশু মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
৫৪৩ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার। সে ঝালোর চর বাজার এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া নদে টমেটো তুলতে গেলে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও মডেল থানায় জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ কামরুজ্জামান বলেন, শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। পরে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “দুপুরে শিশু মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।