ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ১৪ বোতল বিদেশি মদসহ দম্পতি গ্রেফতার

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহীন (৪৫) ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪০)। তারা বিশ্বম্ভরপুর উপজেলার নতুনহাটি গ্রামের বাসিন্দা।

বিশ্বম্ভরপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এসআই মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে সহযোগিতা করেন এএসআই জামাল উদ্দিন ও এএসআই মাসুম মিয়া। অভিযানের সময় ১১ বোতল AC BLACK ও ৩ বোতল Officer’s Choice ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতরা মদ বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
৫৪৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ১৪ বোতল বিদেশি মদসহ দম্পতি গ্রেফতার

আপডেট সময় ১১:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহীন (৪৫) ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪০)। তারা বিশ্বম্ভরপুর উপজেলার নতুনহাটি গ্রামের বাসিন্দা।

বিশ্বম্ভরপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এসআই মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে সহযোগিতা করেন এএসআই জামাল উদ্দিন ও এএসআই মাসুম মিয়া। অভিযানের সময় ১১ বোতল AC BLACK ও ৩ বোতল Officer’s Choice ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতরা মদ বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।