ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

গোলাম কিবরিয়া, রাজশাহী::

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর চারঘাট মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম থেকে রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন: মোছাঃ তাজমিরা বেগম (৩০), মোঃ রনি (৪৫), মোঃ রিপন সরদার (৪৫)

মোছাঃ তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী। মোঃ রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের মোঃ নকির সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবির এসআই মোঃ মেহেদী হাসান ফোর্সসহ ২৩ ফেব্রুয়ারি রাতে চারঘাট থানার খুদির বটতলা বাজার ও আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামে অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাকা রাস্তার পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তল্লাশি চালিয়ে তাজমিরা বেগমের পরিহিত পায়জামার ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২০ গ্রাম হেরোইন এবং বাম পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
৫৩১ বার পড়া হয়েছে

ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১০:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর চারঘাট মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম থেকে রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন: মোছাঃ তাজমিরা বেগম (৩০), মোঃ রনি (৪৫), মোঃ রিপন সরদার (৪৫)

মোছাঃ তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী। মোঃ রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের মোঃ নকির সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবির এসআই মোঃ মেহেদী হাসান ফোর্সসহ ২৩ ফেব্রুয়ারি রাতে চারঘাট থানার খুদির বটতলা বাজার ও আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামে অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাকা রাস্তার পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তল্লাশি চালিয়ে তাজমিরা বেগমের পরিহিত পায়জামার ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২০ গ্রাম হেরোইন এবং বাম পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।