ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সায়েস্তাগন্জ গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

ছবি; চেকপোস্ট

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক এক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগন্জ জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগন্জ উপজেলা গ্রাম আদালতের কো- অর্ডিনেটর তুলি মিনা পারভীন। সভায় গ্রাম আদালতের কার্যকারিতা, সাধারণ জনগণের জন্য এর সুবিধা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যা ১০ টাকার বিনিময়ে ফৌজদারী ও ২০ টাকার বিনিময়ে দেওয়ানী মামলা পরিচালনা করতে পারবে। যা অনধিক তিন লক্ষ টাকার মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহন মিয়া, (ইউ/পি সচিব) স্বজল চন্দ্র দত্ত,  সংরক্ষিত নারী সদস্য মোমেনা খাতুন, রেখা আক্তার, সৈয়দা রিনা আক্তার, ইউপি সাধারণ সদস্য সাদেক মিয়া, দিলকুশ মিয়া, মহিবুর রহমান, লুৎফুর রহমান,ছালেক মিয়া, ঝিনুক আক্তার, শেখ আবুল কালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম, যা সহজে ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের সুযোগ তৈরি করে।

এসময় গ্রাম আদালতের কার্যপ্রণালি ও সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে আরও গভীরভাবে ধারণা লাভ করেন।

সভায় জনগণকে গ্রাম আদালতের সুবিধা গ্রহণে আগ্রহী করে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধগুলো দ্রুত ও স্বল্প ব্যয়ে সমাধান করা সম্ভব হবে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহযোগিতায় ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
৫৩২ বার পড়া হয়েছে

সায়েস্তাগন্জ গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক এক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগন্জ জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগন্জ উপজেলা গ্রাম আদালতের কো- অর্ডিনেটর তুলি মিনা পারভীন। সভায় গ্রাম আদালতের কার্যকারিতা, সাধারণ জনগণের জন্য এর সুবিধা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যা ১০ টাকার বিনিময়ে ফৌজদারী ও ২০ টাকার বিনিময়ে দেওয়ানী মামলা পরিচালনা করতে পারবে। যা অনধিক তিন লক্ষ টাকার মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহন মিয়া, (ইউ/পি সচিব) স্বজল চন্দ্র দত্ত,  সংরক্ষিত নারী সদস্য মোমেনা খাতুন, রেখা আক্তার, সৈয়দা রিনা আক্তার, ইউপি সাধারণ সদস্য সাদেক মিয়া, দিলকুশ মিয়া, মহিবুর রহমান, লুৎফুর রহমান,ছালেক মিয়া, ঝিনুক আক্তার, শেখ আবুল কালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম, যা সহজে ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের সুযোগ তৈরি করে।

এসময় গ্রাম আদালতের কার্যপ্রণালি ও সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে আরও গভীরভাবে ধারণা লাভ করেন।

সভায় জনগণকে গ্রাম আদালতের সুবিধা গ্রহণে আগ্রহী করে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধগুলো দ্রুত ও স্বল্প ব্যয়ে সমাধান করা সম্ভব হবে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহযোগিতায় ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464