লাখাইয়ে মারামারি মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামে মারামারি মামলায় জামায়াত নেতা মাওলানা কাজী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা জানান, সিংহগ্রামের মৃত মাওলানা নুরুল ইসলামের ছেলেদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃত আসামির ভাই।
মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মাওলানা কাজী মাহমুদুল হাসানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ট্যাগস :