খালিশপুর থানা ছাত্রদলের উদ্যোগে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন
খালিশপুর থানা ছাত্রদলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে, খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রসিউর রহমান রুবেলের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
রসিউর রহমান রুবেল তার বক্তব্যে বলেন, “২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে একটি গৌরবজ্জ্বল দিন। মহান এই দিনে আত্মদানকারী সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।” তিনি আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম শামিম, ইউনুস খান, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, আবু সালেহ, শেখ আরাফাত, জুলহাস হোসেন, নেছার হোসেন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আগে প্রভাতফেরি খালিশপুর পুরাতন থানার মোড় থেকে শুরু হয়ে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।