ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগীকে সমাজসেবা দপ্তরের ২০ লাখ টাকার চেক বিতরণ

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৪০ জন রোগীর মাঝে সমাজসেবা দপ্তর থেকে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ৬ষ্ঠ তলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ময়নুল হক। সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান। অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের পক্ষ থেকে মো. হোসেন অনুভূতি প্রকাশ করে সমাজসেবা দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই দিনে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৪৪ জন রোগীর মাঝে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

সমাজসেবা দপ্তরের এই উদ্যোগ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

দিনাজপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগীকে সমাজসেবা দপ্তরের ২০ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৪০ জন রোগীর মাঝে সমাজসেবা দপ্তর থেকে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ৬ষ্ঠ তলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ময়নুল হক। সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান। অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের পক্ষ থেকে মো. হোসেন অনুভূতি প্রকাশ করে সমাজসেবা দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই দিনে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৪৪ জন রোগীর মাঝে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

সমাজসেবা দপ্তরের এই উদ্যোগ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।