কেসিসি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কর তাজুল ইসলাম চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লস্কর তাজুল ইসলাম বলেন, “রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার এবং স্বাধীনতা অর্জন করেছি। পৃথিবীর অন্য কোনো জাতি ভাষার জন্য রক্ত দেয়নি। ভাষার জন্য সেই সংগ্রামই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এনে দিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলনের বীরত্বগাথা ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ফাহমিদা ১ম, নুবা ২য় ও লিসানা ৩য় এবং ‘খ’ গ্রুপে আয়শা ১ম, তাজকিয়া ২য় ও নাজিফা ৩য় স্থান অধিকার করে। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ফারিকা ১ম, ফাহমিদা ২য় ও মুনিয়া ৩য় এবং ‘খ’ গ্রুপে মেহনাজ ১ম, সারিশা ২য় ও সামিরা ৩য় স্থান অর্জন করে। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল মাজেদ মোল্লা, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমানসহ কেসিসির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।