ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য সমবায় সমিতি ও উপজেলা মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে পৌর শহরের কিচেন মার্কেট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এবং পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি সহিবুর রহমান, উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হেকিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, পৌর সভার কিচেন মার্কেটের ২টি সমিতির ৭০০ জন ব্যবসায়ী মৎস্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত রয়েছেন, এবং তারা অতিরিক্ত টোলের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিগত ১৪৩১ বাংলা সনের ইজারাদারকে প্রতি মণ মৎস্যে শতকরা ৩ টাকা করে টোল দিতে হচ্ছে, এছাড়া ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রে শতকরা ৫০ পয়সা টোল দিতে হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মৎস্য ক্রয়-বিক্রয়ের অতিরিক্ত খরচের কারণে শহরের মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা বিমুখ হয়ে পড়ছেন, যার ফলে খুচরা মৎস্য ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই, স্মারকলিপিতে কিচেন মার্কেটের টোল সর্বনিম্ন পর্যায়ে বা শহরের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রের সমপরিমাণ টোল আদায় করার দাবি জানানো হয়েছে।

এটি ব্যবসায়ীদের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যাদের কাছে এই অতিরিক্ত টোল অনেক সময় মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫৩০ বার পড়া হয়েছে

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি

আপডেট সময় ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য সমবায় সমিতি ও উপজেলা মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে পৌর শহরের কিচেন মার্কেট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এবং পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি সহিবুর রহমান, উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হেকিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, পৌর সভার কিচেন মার্কেটের ২টি সমিতির ৭০০ জন ব্যবসায়ী মৎস্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত রয়েছেন, এবং তারা অতিরিক্ত টোলের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিগত ১৪৩১ বাংলা সনের ইজারাদারকে প্রতি মণ মৎস্যে শতকরা ৩ টাকা করে টোল দিতে হচ্ছে, এছাড়া ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রে শতকরা ৫০ পয়সা টোল দিতে হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মৎস্য ক্রয়-বিক্রয়ের অতিরিক্ত খরচের কারণে শহরের মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা বিমুখ হয়ে পড়ছেন, যার ফলে খুচরা মৎস্য ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই, স্মারকলিপিতে কিচেন মার্কেটের টোল সর্বনিম্ন পর্যায়ে বা শহরের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রের সমপরিমাণ টোল আদায় করার দাবি জানানো হয়েছে।

এটি ব্যবসায়ীদের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যাদের কাছে এই অতিরিক্ত টোল অনেক সময় মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে।