কুয়েটে ছাত্রদলের পর্যবেক্ষক টিম প্রেরন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) সংঘর্ষের ঘটনা সরেজমিনে অনুসন্ধানে গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পর্যবেক্ষক দল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন।গত ১৯ ফেব্রুয়ারী রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট) ঘটনার কারন অনুসন্ধানে সরেজমিনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯ ফেব্রুয়ারী ছাত্র সংগটনটির দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় বিজ্ঞপ্তিতে বলা হয় কুয়েটে উদ্ভুত পরিস্থিতির কারন অনুসন্ধানের লক্ষ্যে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য নির্দেশ দেওয়া হলো। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য গত মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর ও তা ফেরানোর চক্রান্ত চলছে।ছাত্রদলের অনুসারী এ হামলায় জড়িত। তবে এ অভিযোগ অসীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরনের প্রতিবাদ জানিয়ছিলেন তারা। এসময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।