সাতকানিয়ায় সাবেক ইউপি মেম্বার মোরশেদ উপর সন্ত্রাসী হামলা
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩নং নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব গাটিয়াডেঙ্গা হাঙ্গরমুখ বাজারে ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সাবেক ইউপি মেম্বার মোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে গুলি করে আহত করে, পরে বীরদর্পে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, মোরশেদ আলম দীর্ঘদিন ধরে ৩নং ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি অবৈধ মাটি কাটা, ইয়াবা ব্যবসা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যার কারণে একটি মহল তার বিরুদ্ধে আগে থেকেই ক্ষুব্ধ ছিল।
ঘটনার দিন রাত সাড়ে ৯টায় মোরশেদ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় সন্ত্রাসী তুর্কী, টাইগার ফারুক ও মিজানুর ইসলাম টিটুর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে আক্রমণ করে। তারা মোরশেদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এবং তাকে ছুরিকাঘাত ও বন্দুকের নল দিয়ে আঘাত করে।
এলাকার জনগণ ঘটনাটি শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় মোরশেদকে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মোরশেদ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ২৮নং ওয়ার্ডের ২৫নং বেডে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ডিউটি অফিসার মোস্তাক সাহেব জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।