ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুতার জেরে ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ

জাকিরুল ইসলাম,জামালপুর::

ছবি: চেকপােস্ট

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০টি সাগর কলার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক মো. সোহেল রানা।

মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা বলেন, “১৫ থেকে ২০ দিন পর কলাগুলো পরিপক্ব হতো এবং আমি সেগুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাগান করেছিলাম, কিন্তু আমার পুরো বাগান নষ্ট করে দিয়েছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদসহ আরও কয়েকজন। তিনি বলেন, “তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে ফেলেছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে। এখন আমি জানি না কী করবো, কোথায় যাবো, এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন সোহেল রানা।

এ ঘটনায় এলাকাবাসী জানান, এদিন রাতের অন্ধকারে আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে সোহেলের কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলেন। একে প্রত্যক্ষদর্শী মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমি সহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা নিশ্চিত করেছেন।

এদের মধ্যে কেউ কেউ বলেন, আমরা ঘটনার সময়ে কিছু বুঝে উঠার আগেই গাছ কেটে ফেলেছে। সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা চাই, এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ বিষয়ে এখনও প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয়া হয়নি, তবে স্থানীয়রা দাবি করছেন, দ্রুত মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

শত্রুতার জেরে ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ

আপডেট সময় ১২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০টি সাগর কলার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক মো. সোহেল রানা।

মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা বলেন, “১৫ থেকে ২০ দিন পর কলাগুলো পরিপক্ব হতো এবং আমি সেগুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাগান করেছিলাম, কিন্তু আমার পুরো বাগান নষ্ট করে দিয়েছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদসহ আরও কয়েকজন। তিনি বলেন, “তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে ফেলেছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে। এখন আমি জানি না কী করবো, কোথায় যাবো, এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন সোহেল রানা।

এ ঘটনায় এলাকাবাসী জানান, এদিন রাতের অন্ধকারে আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে সোহেলের কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলেন। একে প্রত্যক্ষদর্শী মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমি সহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা নিশ্চিত করেছেন।

এদের মধ্যে কেউ কেউ বলেন, আমরা ঘটনার সময়ে কিছু বুঝে উঠার আগেই গাছ কেটে ফেলেছে। সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা চাই, এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ বিষয়ে এখনও প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয়া হয়নি, তবে স্থানীয়রা দাবি করছেন, দ্রুত মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464