ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের হুমকি শিক্ষার্থীদের

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: চেকপোস্ট

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং কর্তৃপক্ষের ব্যর্থতার প্রতিবাদে ৫ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার মধ্যে কুয়েটের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

১৮ ফেব্রুয়ারি রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, “কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে।” তারা দাবি করেন, এই হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করা হোক এবং তাদের সকলকে বহিষ্কার করা হোক।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীকে কুয়েটের ভিতরে ও বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না।” যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে তাদের আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ত্ব বাতিল করার দাবি জানান তারা।

এছাড়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলায় আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহন করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে।

শিক্ষার্থীরা এই ৫ দফা দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টার মধ্যে তারা কুয়েটের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেবেন।

এ ঘটনায় কুয়েট প্রশাসন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

কুয়েটে ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের হুমকি শিক্ষার্থীদের

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং কর্তৃপক্ষের ব্যর্থতার প্রতিবাদে ৫ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার মধ্যে কুয়েটের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

১৮ ফেব্রুয়ারি রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, “কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে।” তারা দাবি করেন, এই হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করা হোক এবং তাদের সকলকে বহিষ্কার করা হোক।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীকে কুয়েটের ভিতরে ও বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না।” যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে তাদের আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ত্ব বাতিল করার দাবি জানান তারা।

এছাড়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলায় আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহন করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে।

শিক্ষার্থীরা এই ৫ দফা দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টার মধ্যে তারা কুয়েটের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেবেন।

এ ঘটনায় কুয়েট প্রশাসন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464