খুলনায় কুয়েটের মুখোমুখি অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও বিএনপি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় নগরীর শিববাড়ি মোড়ে তারা মিছিল নিয়ে সমাবেশ করতে শুরু করেন। এই সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে এসে অবস্থান নেন।
শিববাড়ি মোড়ে দুই পক্ষের অবস্থান মাত্র কয়েক হাত দূরে ছিল এবং তারা পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। এর ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী এলাকায় ব্যাপকভাবে মোতায়েন ছিল।
এরপর রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা মিছিল সহকারে ময়লাপোতার দিকে রওনা দেয়, তবে কিছু দূর গিয়ে তারা আবার ফিরে আসে এবং জীবন বীমা অফিসের বিপরীত পাশে অবস্থান নেয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে অবস্থান নেন।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, তবে একঘণ্টার বেশি সময় পর, রাত সোয়া ১০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ফের শিববাড়ি মোড়ে পৌঁছে অবস্থান নেয়। এই সময় উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তবে শেষ পর্যন্ত রাত ১০ টা ৪০ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা চলে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে অবস্থান করে শ্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় খুলনা শহরের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।