অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের অভয়নগর উপজেলায় গড়াই পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুখদেব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) চেঙ্গুটিয়া বাজারের কাছে বুড়োর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুখদেব অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা ঋষিপাড়ার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুখদেব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গড়াই পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
স্থানীয়রা জানান, সুখদেব পেশায় একজন গাড়ির টায়ার ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :